• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাকিব-রফিককে ছাড়িয়ে গেলেন তাইজুল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৬:৩৯ পিএম
সাকিব-রফিককে ছাড়িয়ে গেলেন তাইজুল 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ দুই ইনিংসে উইকেটের দেখা না পেলেও তৃতীয় দিনে এসে টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। উইকেট তুলে নেওয়ার মুখ্য কাজটা করেছেন স্পিনার তাইজুল ইসলাম। ৭ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামিয়েছেন তিনি। এরই মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিককে ছাড়িয়ে গেছেন তাইজুল। 

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে এতদিন সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড ছিল সাকিবের। ২০১১ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৮২ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে ৪৪.৪ ওভার বল করে ১১৬ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তাইজুল। সাকিবকে টপকে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তাইজুল। 

আরও একটি রেকর্ড গড়েছেন তাইজুল। পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক উইকেটের মালিক এখন তিনি। পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশী উইকেটের মালিক ছিলেন মোহম্মদ রফিক। ১৭টি উইকেট নিয়েছিলেন তিনি। আজ ৭ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে তাইজুলের উইকেট হলো ১৯টি। 

এবার সহ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তাইজুল। ২০১৫ সালে খুলনায় ড্র হওয়া টেস্টে বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ৬ উইকেট। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রান দিয়ে এক ইনিংসেই ৮ উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। 

তাইজুলের ঘূর্ণিতে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে টাইগাররা। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৩ রানে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!